আয় বন্ধ তাই অবসাদে আত্মহত্যা প্রাইভেট টিউটরের

কুমারেশ চানক: উচ্চ শিক্ষিত কিন্তু মেলেনি চাকরি, তবে টিউশন পড়িয়ে চলছিল ভালোই। কিন্তু কি এমন হল যার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হল বছর বত্রিশের অনুপ মাইতিকে? মৃত অনুপ মাইতির বাড়ি ঘাটাল থানার মনসুকা কিশোরচক গ্রামে। আজ ১৮ মে সকালে বাড়ির পিছনের এক বাঁশ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। অনুপ অবিবাহিত হলেও বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা ও বাবা। পাড়া প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে মানসিক অবসাদেই এই মৃত্যু। একদিকে লকডাউন চলাকালীন টিউশন পড়ানো বন্ধ থাকার কারণে আয় বন্ধ, অপরদিকে সম্প্রতি এক পাকাবাড়ি ফেঁদেছিলেন অনুপ, টাকার অভাবে সেই বাড়িও ছিল অসম্পূর্ণ। সবে মিলে মানসিক অবসাদে ভুগছিলেন অনুপ। বাড়ি থেকে উদ্ধার হওয়া এক সুইসাইড নোট থেকেও এই ইঙ্গিত মিলেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে ঘাটাল থানার পুলিশ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।