৭ দিনে ৩৭ টি গরু চুরি? দাসপুরের প্লাবিত অংশে নয়া আতঙ্ক!

সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: টানা বৃষ্টি আর বন্যার কারণে বাড়ির মধ্যে জল, বাড়ির গবাদি পশুদের স্থান এখন রাস্তায় আর সেই সুযোগেই দাসপুর ১ নম্বর ব্লক জুড়ে রাতের অন্ধকারে লাগাতার গরুচুরির ঘটনায় প্লাবিত অংশের মানুষদের মধ্যে ক্রমশ আতঙ্ক বাড়ছে। আজ বৃহস্পতিবারও দাসপুর থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৭ থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটল। দিনভর এলাকা ও এলাকার বাইরের বিভিন্ন গরুর হাটে ঘোরাঘুরি করে দিনের শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যেতে খালি হাতেই ফিরতে হল গ্রামবাসীদের। রাজনগরের বাসিন্দা মানিক সামন্ত জানাচ্ছেন আজ বৃহস্পতিবার সকালে তিনি দেখেন তাঁর দুটি গরু বাঁধার দড়ি কাটা হয়ে পড়ে রয়েছে গরু নেই।শুধু গরু নয় সম্প্রতি তাঁর প্রায় ৬০ বস্তা ধানও চুরি গেছে। একই ঘটনা রাজনগরের হোসেনপুর সামাট গ্রামেও। সেখানেও আজ সকাল থেকে বেশ কয়েকটি গরু উধাও। সব মিলিয়ে প্রায় ৮টি গরু চুরি গেছে। গ্রামবাসীদের ধারনা বুধবার গভীর রাতেই একসাথে গরুগুলি চুরি গেছে। স্থানীয় বাসিন্দা অশ্বিনী সামন্ত জানাচ্ছেন এক সপ্তাহের মধ্যে রাজনগর ও নাড়াজোল জুড়ে মোট ৩৭টি গরু চুরি গেছে। লাগাতার বন্যা তার জেরে দাসপুর ১ নম্বর ব্লক জুড়ে আর্থীক সংকটে ভুগছেন কৃষক থেকে ব্যবসায়ীরা তার উপর এই চুরির ঘটনা। স্বভাবতই দাসপুর থানার রাজনগর নাড়াজোল জুড়ে এখন রাতের অন্ধকার নামলেই আতঙ্ক!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!