আপনাদের সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই!

টিম স্থানীয় সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই🌹💐!  দেশ বিদেশের অগুণিত পাঠক-পাঠিকাদের ঐকান্তিক ভালোবাসা, শুভেচ্ছা ও সহযোগিতার বৈতরণী পার হয়ে দেখতে দেখতে ‘স্থানীয় সংবাদ’ ১০ বছর পেরিয়ে ১১বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ১ জুন আমাদের যাত্রা শুরু হয়েছিল। তখন আমাদের পাঠক-পাঠিকার সংখ্যা ছিল হাতে গোনা এবং ঘাটাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যেই আমাদের পাঠক-পাঠিকাদের সংখ্যা সীমাবদ্ধ ছিল। ‘স্থানীয় সংবাদ’-এর শুধুমাত্র কয়েক হাজার ছাপা কপি প্রকাশিত হত। যুগের সঙ্গে তাল মিলিয়ে পরে পরে আমরা ডিজিটাল সংখ্যা বার করতে শুরু করি। শুরু হয় আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, পোর্টাল, মোবাইল অ্যাপ সহ সমস্ত অত্যাধুনিক প্রকাশনা। এই সমস্ত প্রকাশনার হাত ধরে ‘স্থানীয় সংবাদ’  বর্তমানে অবিভক্ত মেদিনীপুর জেলার সেরা সংবাদ মাধ্যম, আমরা নই পাঠক-পাঠিকারাই সেই দাবি রাখেন। বর্তমানে ‘স্থানীয় সংবাদ’-এর ইউটিউবের সাবস্ক্রাইবার তিন লক্ষ ২৫ হাজার, ফেসবুক পেজের লাইক এক লক্ষ সাড়ে ১৯হাজার ৯৯০, ফলোয়ার প্রায় দু’লক্ষ ৩০ হাজার ৪০০। প্রতি মাসে গড়ে প্রায় ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) নেটিজেন ‘স্থানীয় সংবাদ’-এর ফেসবুকের পোস্ট দেখেন। আমাদের www.ghatal.net নিউজ পোর্টালটি প্রত্যেক দিন গড়ে ৫০ হাজার পাঠক-পাঠিকা ফলো করেন। সেই সঙ্গে রয়েছে ‘স্থানীয় সংবাদ’-এর MyGhatal মোবাইল অ্যাপ। যে অ্যাপটিও দেশ-বিদেশের বেশ কয়েক হাজার নেটিজেন ডাউনলোড করে নিয়মিত ফলো করেন। পাঠক-পাঠিকার সংখ্যাই বলে দেয়, আমাদের বর্তমান অবস্থানটি কোথায়! ‘স্থানীয় সংবাদ’-এর গণ্ডি এখন শুধু মাত্র এই রাজ্য বা দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন ‘স্থানীয় সংবাদ’-এর পাঠক-পাঠিকারা রয়েছেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে। যাঁরা  আমাদের খবরগুলি কেউ আঙুলের স্পর্শে বা মাউসের ক্লিকের মাধ্যমে নিয়মিত পাঠ করেন, দেখেন।
এটা সম্ভব হয়েছে শুধু মাত্র আপনাদের মতো গুণমুগ্ধ পাঠক-পাঠিকাদের জন্যই। আপনাদের গঠনমূলক সমালোচনা এবং মতামতই ‘স্থানীয় সংবাদ’-কে রকেট-স্পিডে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে আমাদের টিম স্থানীয় সংবাদের প্রত্যেকটি সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার মানসিকতা।
তাই এই বিজয়ার পুণ্যলগ্নে, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সঙ্গে আপনাদের কাছে একটাই আবদার করব, গঠনমূলক সমালোচনা করে আমাদের পাশে থাকুন। আপনাদের সমালোচনা আমাদের আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন।
—টিম ‘স্থানীয় সংবাদ’

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।