২৫ ও ২৬ জানুয়ারি দুদিন ধরে চলল মহকুমার বিশিষ্ট চিত্র শিল্পী প্রসেনজিৎ মূলার উদ্যোগে আয়োজিত আর্ট ফেসটিভ্যাল। প্রসেনজিৎ বাবু জানান এই আর্ট ফেস্টিভ্যালে দেশের বাইরের শিল্পীরাও এবার অংশ নিয়েছেন। এবারে তাঁর এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিশ্ব উষ্ণায়ণ।
দাসপুরের বুকে দেশ বিদেশের শিল্পীরা এসে অংশ নিলেন আর্ট ফেস্টিভ্যালে
By সৌমেন মিশ্র
Published on: January 26, 2019 । 8:20 PM











