নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমায় প্রায়ই বন্যা হয়। তাই বন্যার সময় আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল ঘাটাল ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তর। ওই ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক তরুণ কারক বলেন, ঘোলসাইতে এডিআরএফ(ন্যাশনারডিজার্স্টার রেসপনস ফোর্স) পাশাপাশি চারটি স্কুলের ছাত্রছাত্রীদের বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় আপৎকালীন সমস্যার সমাধান কী ভাবে করবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই স্কুলগুলির মধ্যে ছিল চৌকা নেতাজি হাইস্কুল, রঘুনাথপুর হাইস্কুল, জামিরা হাইস্কুল এবং দেওয়ানচক হাইস্কুল। ওই প্রশিক্ষণ শিবিরে এডিআরএফের আধিকারিকদের কাছ থেকে জলে ডোবা, সাপে কাটা, আগুনে পোড়া সহ নানা ধরনের আপৎকালীন সমস্যার প্রাথমিক স্তরের মোকাবিলাগুলি জানতে পেরে পড়ুয়ারা খুব সমৃদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে
ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দ্রকোণার এই বৃদ্ধ
অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দ্রকোণা শহরের ৭ নম্বর ওয়ার্ড বোনার বাসিন্দা বিজয় মণ্ডল(৬৪)। বৃহস্পতিবার তাঁর...