এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মনশুকায় নতুন বাজার

Published on: October 7, 2018 । 8:27 PM

ঘাটাল ব্লকের মনশুকা গ্রামে হাইস্কুলের পাশে আজ থেকে একটি নতুন বাজারের সুচনা হল। ওই বাজারটির উদ্বোধন করেন ১০৪ বছর বয়সী প্রবীন চিকিৎসক ডাঃ সতীশচন্দ্র কর। ওই বাজার কমিটির কর্মকর্তা তথা আইনজীবী অনুপ সামন্ত বলেন, বাজারটি প্রতিদিন  সন্ধ্যাতে বসবে। প্রথম দিনই প্রায় ৫০ জন বিক্রেতা সব্জি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বসেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।