এবার দাসপুরের ছাত্রছাত্রীরা বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বে

রবীন্দ্র কর্মকার: এবার থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরাই হঠাৎ বিপর্যয়ের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বে। সেভাবেই ছাত্রছাত্রীদের তৈরি করতে স্কুলে স্কুলে ক্যাম্প করছে ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তর।    আজ ২৫ জুলাই দাসপুর-২ ব্লকের গোপালপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এরকমই একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।  মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তর আয়োজিত ওই প্রশিক্ষণ শিবিরে   বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, সাপে কাটা প্রভৃতি আপৎকালিন বিপর্যয়ের মোকাবিলা কীভাবে করা যাবে তা হাতে কলমে শিখে নিল স্কুলের ছাত্র ছাত্রীরা। কয়েক ঘন্টা ধরে তাঁদেরকে এই প্রশিক্ষণ দেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের জওয়ানরা।   হঠাৎ ভূমিকম্প হলে, বন্যা বা বজ্রপাতের মত প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা কীভাবে করা যাবে তা প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেখানো হয়।

একই সঙ্গে স্কুলে থাকাকালীন কারো কোনো দুর্ঘটনা ঘটলে বা রাস্তায়  কেউ দুর্ঘটনায় পড়লে  কীভাবে ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক  ব্যবস্থা নিয়ে তাদের উদ্ধার করবে তারও উপায় হাতে কলমে বাতলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এই প্রশিক্ষণ শিবিরটি স্কুলের ছাত্রছাত্রীদের আগামী দিনে খুবই কাজে লাগবে বলে মন্তব্য করেন ওই স্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু পাল। আজকের শিবিরে  উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী,   দাসপুর-২ ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক রাজদীপ মিত্র, মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের বড়বাবু সুভাষ মানিক, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ স্বপন আলু, খানজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কর্মকার, উপপ্রধান সুরেন্দ্রনাথ সানকি, স্কুলের সভাপতি জয়ন্ত মুখোপাধ্যায়  প্রমুখ।    

একই সঙ্গে স্কুলে থাকাকালীন কারো কোনো দুর্ঘটনা ঘটলে বা রাস্তায়  কেউ দুর্ঘটনায় পড়লে  কীভাবে ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক  ব্যবস্থা নিয়ে তাদের উদ্ধার করবে তারও উপায় হাতে কলমে বাতলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এই প্রশিক্ষণ শিবিরটি স্কুলের ছাত্রছাত্রীদের আগামী দিনে খুবই কাজে লাগবে বলে মন্তব্য করেন ওই স্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু পাল। আজকের শিবিরে  উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী,   দাসপুর-২ ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক রাজদীপ মিত্র, মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের বড়বাবু সুভাষ মানিক, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ স্বপন আলু, খানজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কর্মকার, উপপ্রধান সুরেন্দ্রনাথ সানকি, স্কুলের সভাপতি জয়ন্ত মুখোপাধ্যায়  প্রমুখ।    

একই সঙ্গে স্কুলে থাকাকালীন কারো কোনো দুর্ঘটনা ঘটলে বা রাস্তায়  কেউ দুর্ঘটনায় পড়লে  কীভাবে ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক  ব্যবস্থা নিয়ে তাদের উদ্ধার করবে তারও উপায় হাতে কলমে বাতলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এই প্রশিক্ষণ শিবিরটি স্কুলের ছাত্রছাত্রীদের আগামী দিনে খুবই কাজে লাগবে বলে মন্তব্য করেন ওই স্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু পাল। আজকের শিবিরে  উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী,   দাসপুর-২ ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক রাজদীপ মিত্র, মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের বড়বাবু সুভাষ মানিক, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ স্বপন আলু, খানজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কর্মকার, উপপ্রধান সুরেন্দ্রনাথ সানকি, স্কুলের সভাপতি জয়ন্ত মুখোপাধ্যায়  প্রমুখ।    

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!