ক্ষীরপাইতে হুল দিবস পালিত হল

তনুপ ঘোষ:ক্ষীরপাই সিদু কানু খেরওয়াল সমাজ কল্যাণ সমিতি হুল দিবস পালন করল। ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী মানুষের সংগঠিত বিদ্রোহ হল হুল বিদ্রোহ।১৮৫৫ সালে ৩০ জুন বিট্রিশ সরকারের বিরুদ্ধে কৃষিজীবী সাঁওতাল, কুড়মি,ভূমিজ মানুষেরা হুলের সিন্ধান্ত গ্রহণ করেন। এটি ছিল ১৬৫ তম হুল দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয়। আজ ৩০ জুন ক্ষীরপাইতে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতী আদিবাসী মহাসভার রাজ্য সভাপতি জিতু সরেন। ক্ষীরপাই পুরপ্রধান দুর্গাশঙ্কর পান, সাহিতিক তারাপদ বিশুই প্রমুখ। সংগঠনের স্থানীয় কর্মকর্তা বাবলু সরেন বলেন, ক্ষীরপাইতে এটি আমাদের ১৭ তম বর্ষীয় হুল দিবস পালন হচ্ছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!