দাসপুর মাগুরিয়ার কৌশিকী কালীপুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে

সৌমেন মিশ্র: এবারেও রেকর্ড পরিমাণ ভিড় হল দাসপুর মাগুরিয়ার কালী পুজোয়। যত দিন যাচ্ছে দাসপুর-২ ব্লকের মাগুরিয়ার কৌশিকী কালীপুজোর আকর্ষণ বাড়ছে। তাই এবারের ভিড় ছিল লক্ষ্য করার মতো। তাই ১২ মার্চ থেকে পুজো উপলক্ষ্যে ওই মেলাতে পা ফেলানোর জায়গা ছিল না।
এই পুজোর ঠিক সূচনা কবে হয়েছিল তা সুনির্দিষ্ট করে কেউই বলতে পারেননি। তবে ওই মন্দিরের পুরোহিত বাণেশ্বর চক্রবর্তী বলেন, খুব কম হলেও মাগুরিয়ার কৌশিকী কালীপুজো ২০০ বছরের বেশি পুরানো হবে।

প্রত্যেক বছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার এই পুজোর সূচনা হয়। চলে চার দিন। সেই পুজো উপলক্ষ্যেই বসে চার দিনের মেলাও। স্থানীয় বাসিন্দারা জানালেন, মেলাতে বিভিন্ন দোকানের স্টল ছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আইটেম আসে। মেলা চলাকালীন প্রত্যেক দিন রাতে যাত্রাপালার অনুষ্ঠানও হয়। স্থানীয় বাসিন্দা সমিত মাইতি বলেন, মেলা চলাকালী পশ্চিম মেদিনীপুর ছাড়া হুগলি ও হাওড়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ মেলাতে ভিড় করেন। মন্দিরে গিয়ে পুজো দেন।

ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে কনেযাত্রী বোঝাই বাস,মৃত একাধিক

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!