বন্যায় ভিটে মাটির সাথে ভেসেযায় শীতের লেপ কাঁথা,শীতের উষ্ণতা ফিরিয়ে দিল এক ক্লাব

ওয়েব ডেস্ক,দাসপুর:প্রতি বছর বন্যায় ভেসেযায় ছিটেবেড়ার বাড়ি,ভিজে নষ্ট হয়েযায় লেপ কাঁথা কম্বল।
মাঠের মাটিলেপে আলগা দেওয়ালে আলো রোধ করা গেলেও শীতে শরীরে একটু উষ্ণতা পেতে নতুন করে লেপ কম্বল কেনা প্রতিবছর খুব কষ্টদায়ক হয়ে উঠে।
এলাকার এই সব গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ালো দাসপুর-১ নম্বর ব্লকের রামদেবপুর গঙ্গামাতা ক্লাব।

আরও খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

কালীপুজো উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৪০ জন অসহায় দুঃস্থ মানুষকে কম্বল দিল এই গঙ্গামাতা ক্লাব।
কম্বল পেয়ে ভীষণ খুশি কমলা,আলপনা,পার্বতী দেবীরা।

ক্লাবের পক্ষে লক্ষ্মণ ভুঁইঞা বলেন,আর্থিক সাহায্য পেলে ইচ্ছা আছে প্রতি বছরই এলাকা এবং এলাকার বাইরেরও দুঃস্থ অসহায় মানুষদের এইভাবে কম্বল দান করার।

ছবি:শুভদীপ জানা।

আরও খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!