বিজ্ঞান মডেল তৈরি করে সবাইকে চমকে দিল দাসপুরের ছাত্রছাত্রীরা

গোপালপুরের মতো প্রত্যন্ত এলাকার স্কুলের পড়ুয়ারাও যে বিজ্ঞান নিয়ে নিজেদের মনে গভীর ভাবে চিন্তাভাবনা করে এদিনের প্রদর্শনীতে ভেসে উঠেছিল তারই প্রতিচ্ছবি

•বিজ্ঞান মডেল তৈরি করে চমকে দিল খুদে ছাত্রছাত্রীরা।  দাসপুর-২ ব্লকের গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুল ১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নানান দিনে নানা অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে। আজ ১৯ জানুয়ারি ছিল বিজ্ঞান মডেল, আলোচনা সভা এবং ব্রতচারীর অনুষ্ঠান। স্কুল কক্ষে আয়োজিত ওই স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেল চমকে দিয়েছে অতিথি ও দর্শকদের। এই প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও যে বিজ্ঞান নিয়ে নিজেদের মনে গভীর ভাবে চিন্তাভাবনা করে এদিনের প্রদর্শনীতে ভেসে উঠেছিল তারই প্রতিচ্ছবি। ছাত্রছাত্রীরা তৈরি করেছে এক্সক্যাভেটর বা জেসিবি, আগ্নেয়গিরি, স্বয়ংক্রিয় স্ট্রিট লাইট, লাইট সেন্সেটিভ জলের ট্যাপ, ফায়ার অ্যালার্ম, লাই-ফাই, হাইড্রোলিক লিফ্ট, জল বিশুদ্ধকরণ করার যন্ত্র সহ কতো কিছু।  নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। ছাত্রছাত্রীরা বলে, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রেরণা ছাড়া আমাদের পক্ষে  ওই সমস্ত মডেল তৈরি করা কখনই সম্ভব হত না। শিক্ষক-শিক্ষিকার জানান, মোট ২১টি মডেল প্রদর্শন করে পড়ুয়ারা।  মডেল প্রদর্শনীতে উৎসাহী দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এদিন অনুষ্ঠান মঞ্চে বিদ্যাসাগরকে নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভায় বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড.  লায়েক আলি খান, অবসরপ্রাপ্ত শিক্ষা সহ অধিকর্তা মানিক দোলই, অধ্যাপক উজ্জল চৌধুরী এবং শিক্ষক অশোক পাল প্রমুখ অংশগ্রহণ করেন।  বিকেলে ছাত্রছাত্রীরা  আকর্ষণীয়  ব্রতচারী নৃত্য পরিবেশন করে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!