বৃষ্টির আশায় ব্যাঙের পুজো ঘাটালে

নিজস্ব সংবাদদাতা: ব্যাঙের পুজো! না, মজা করে নয়।  দিনের পর দিন বৃষ্টি নেই।  তাই বৃষ্টির প্রার্থনায় কৃষকেরা শুরু করেছেন ব্যাঙ পুজো। দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বর্ষার ধান চাষের জন্য জল সংকট । আষাঢ় মাসের প্রথম থেকেই বর্ষার ধান রোয়ার কাজ শুরু করেন কৃষকেরা। আষাঢ় মাস শেষ হয়ে গেছে কিন্তু এখনও সেই ভাবে বর্ষার চাষের জন্য বৃষ্টির দেখা নেই। আকাশের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন ধান চাষিরা । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার বেলাদণ্ড গ্রামে ১৭ জুলাই সন্ধ্যায় শিব মন্দিরের সামনে ব্যাঙ পুজোর  আয়োজন করা হয়েছিল। তিনটি কলা ব্যাঙ ধরে তাদের পুজো করে একটি গর্ত তৈরি করে তার মধ্যে জল ঢেলে বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন কৃষকেরা। কৃষকদের দাবি কয়েক বছর আগে এই ভাবেই ব্যাঙ পুজো করার পর শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। তাই এবছরও বৃষ্টির আশায় ঢাক বাজিয়ে ঘটা করে ব্যাঙ পুজো করলেন বেলাদণ্ড গ্রামের কৃষকেরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।