বৌভাতের অনুষ্ঠানে দুঃস্থদের আমন্ত্রণ জানিয়ে হাতে ব্লাঙ্কেট তুলে দিলেন নবদম্পতি!

বিয়ের প্রীতিভোজে নবদম্পতির হাতে হাসি হাসি মুখ করে উপহার হাতে তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা৷ আর ক্যামেরার সশব্দে লেন্সে বন্দি হচ্ছে সেই মুহূর্ত! বিয়ের অনুষ্ঠানে এটা অতি পরিচিত ছবি৷ সবাইকে অবাক করে প্রীতিভোজে দুঃস্থ মানুষদের আমন্ত্রণ জানিয়ে ভুরিভোজের সাথে সাথে তাদের হাতে নতুন ব্লাঙ্কেট তুলে দিয়ে ছবিতে বদল আনলেন নবদম্পতি৷ দাসপুর-১ ব্লকের কামালডিহি গ্রামের শান্তনু মন্ডল সাথে বিবাহ হয় দাসপুর-১ ব্লকের জোতঘনশ্যাম গ্রামের পূজা মনি’র৷ গত ২৮ জানুয়ারী ছিল বৌভাতের অনুষ্ঠান৷

ছবি:শঙ্কর চক্রবর্তী(সোনাখালী)

সেখানে প্রায় ৩০ জন দুঃস্থ মানুষের হাতে ব্লাঙ্কেটগুলি তুলে দেন ওই নবদম্পতি৷ পেশায় ব্যবসায়ী শান্তনুবাবু বলেন, আমার স্ত্রী উপহারের তীব্র বিরোধী৷ বিয়ের আগে আমরা দুইজনে মিলে আড়ম্বরে ব্যায় কমিয়ে সমাজে কিছু দুঃস্থ মানুষের পাশে থাকার পরিকল্পনা করেছিলাম৷ কয়েকদিন আগে স্থানীয় সমাজকর্মীদের সাহায্য নিয়ে একটি তালিকা তৈরি করি৷ সেইমত প্রীতিভোজে ওনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে ওই দিনই তাঁদের হাতে ওই ব্লাঙ্কেটগুলি তুলে দিই৷ আমন্ত্রিত প্রাপকদের মধ্যে অসিত মান্না, মোহন গায়েন, প্রমিলা দাস প্রমুখ একই সুরে শান্তনুবাবুকে ধন্যবাদ জানিয়ে বলেন, শান্তনুবাবুর সাথে আমাদের আলাপ ছিল না৷ ওনার আন্তরিক আমন্ত্রনে সাড়া দিয়ে ওই দিন আমরা উপস্থিত হয়ে ছিলাম৷ প্রাণভরে নবদম্পতি দের আর্শীবাদ করেছি৷ শান্তনুবাবুর স্ত্রী পূজাদেবী বলেন, আমাদের কাছে উপস্থিত অতিথিদের আর্শীবাদ সব চেয়ে বড় উপহার৷ বিষয়টি খুবই সামান্য হলেও নতুন জীবন এভাবে শুরু করতে পেরে আমরাও খুশি৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!