রামজীবনপুরে বিজেপি হতাশ, অনাস্থায় ডাঁহা ফেল

অনেক আশা নিয়েই তৃণমূল নিয়ন্ত্রিত রামজীবনপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাএনেছিলেন বিজেপির কাউন্সিলাররা। ১১ আসন বিশিষ্ট ওই পুরসভায় বিজেপির নিজস্ব চার জন কাউন্সিলারথাকলেও তাঁরা তৃণমূলের কয়েক জন কাউন্সিলারদের সঙ্গে কথা বলেই অনাস্থা প্রস্তাব এনেছিলেন।  বিজেপির দাবি, তৃণমূলের তিন জন কাউন্সিলার কথা দিয়েছিলেনগোপন ভোট হলে তাঁরা বিজেপির অনাস্থার পক্ষেই ভোট দেবেন। 

জেলা পরিষদে ঘাটাল থেকে তিনের তিনের পরিবর্তে দুই কর্মাধ্যক্ষ  

কিন্তু সেই আশায় জল ঢালা হয়েগেল। বিজেপির আনা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে আজ ১৪ ডিসেম্বর গোপন ভোটেরই আয়োজনকরা হয়েছিল। কিন্তু তাতেও বিজেপি চারটির বেশি ভোট পায়নি। তৃণমূল তাদের ছ’টি কাউন্সিলারদেরইভোট পেয়েছে। একজন কাউন্সিলার এদিন অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি।তিনি  অনুপস্থিত ছিলেন।  বিজেপির এক নেতা জয়ন্ত সিংহ বলেন, আসলে আমরা তৃণমূলের  যেসমস্ত কাউন্সিলারের ভরসায় চেয়ারম্যানের বিরুদ্ধেঅনাস্থা এনেছিলাম তাঁরা শেষ পর্যন্ত লোভ, লালসা এবং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকারকরে আমাদের আনা অনাস্থাকে সমর্থন করেননি। তবে রাজনৈতিক মহলের অভিমত, দেশের অন্যান্যরাজ্যে বিজেপির খারাপ ফল হওয়ায় শেষ পর্যন্ত ওই সমস্ত কাউন্সিলাররা বিজেপির অনুকূলেভোট প্রদান করেননি। ওই পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরি বলেন, এই জয় স্বচ্ছ প্রশাসনেরজয়। 

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!