এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর সাহিত্য সংসদের বাৎসরিক সাহিত্য সভা

Published on: December 8, 2019 । 12:50 PM
দেবাশিস কর্মকার: দাসপুর সাহিত্য সংসদের বাৎসরিক সাহিত্য  সভার আয়োজন হল। আজ ৮ ডিসেম্বর রবিবার দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের সভাগৃহে ওই মনোজ্ঞ অনুষ্ঠানটি চলছে। সংসদের সম্পাদক ও সহ-সম্পাদক তথা পুলক রায় এবং তারাশঙ্কর দাসবৈরাগী জানালেন, এবছর অনুষ্ঠানটি সতেরো বছরে পা দিল। ওই সংসদের সভাপতি নবীনচন্দ্র বেরা বলেন, এলাকার বিশিষ্ট সাহিত্যিকদের সমাবেশে কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা মিলিয়ে ভরে উঠেছে সভা। জানা গিয়েছে আজ সারাদিনব্যাপী ওই অনুষ্ঠানটি চলবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad