চোঁখ বেঁধে অসাধারণ শিল্প সৃষ্টি দাসপুরে। দাসপুর-১ নম্বর ব্লকের খাড়্রাধাকৃষ্ণপুর গ্রামে প্রখ্যাত চিত্র শিল্পী প্রসেঞ্জিত মুলার তত্বাবধানে ২৬ জানুয়ারি আয়োজিত হয় আর্ট ফেয়ার ২০২০। সেই আর্ট ফেয়ারের মঞ্চেই সুদূর মধ্যমগ্রাম থেকে আগত চিত্রশিল্পী বি শেখর চোখে কালো কাপড় বেঁধে এমন অভূতপুর্ব শিল্প সৃষ্টি করে তাক লাগালেন। দেখুন সেই ভিডিও।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










