সোমেশ চক্রবর্তী: ঘাটালের লছিপুরে কলাগাছের কাণ্ড থেকে মোচা বেরোনোকে কেন্দ্র করে কৌতূহলী মানুষের ভিড়। কলা গাছটি লছিপুরের বাসিন্দা অজিত ভুঁইঞার। তিনি বলেন আমি কেন, আমাদের এলাকার কেউ কোনও দিন এমন ঘটনা দেখিনি। ওইজন্য প্রচুর মানুষ এই কাঁদিটি দেখতে আসছেন।
গাছের পেটফুঁড়ে বার হওয়া কলাকাঁদি দেখতে ভিড় মানুষের








