এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কেঠিয়া খালে মাছ ধরার জালে বৃদ্ধের মৃতদেহ

Published on: June 13, 2020 । 9:36 AM

তনুপ ঘোষ: সাতসকালে চন্দ্রকোনার কেঠিয়া খাল থেকে প্রণব চন্দ্র ডগরা নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। আজ ১৩ জুন শনিবার সকালে চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের বাসনছড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে কেঠিয়া খালে মাছ ধরার জালে উঠেছে মৃতদেহটি। জানা গেছে শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান কোনও ভাবে নদীতে পড়ে গিয়েই এই মৃত্যু।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।