এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ABVP-৭২তম প্রতিষ্ঠা দিবস পালনে রাজনগরে হল স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: July 9, 2020 । 10:14 PM

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(ABVP) এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ বি ভি পি এর দাসপুর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার একস্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হল দাসপুরের রাজনগর জুনিয়র গার্লস হাইস্কুলে।

এ বি ভি পি-এর পক্ষে অনুভব মিশ্র জানিয়েছেন এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন,যাদের মধ্যে ৫ জন মহিলাও রয়েছেন। করোনা পরিস্থিতিতে রক্তের চাহিদা ছাত্র সংগঠনের এই উদ্যোগগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]