এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় দেওয়াল চাপা পড়ে দুর্ঘটনা,আহত দুই

Published on: December 23, 2018 । 8:39 AM

ধান ঝাড়ার সময় পাশের বাড়ির দেওয়াল ধসে চাপা পড়ে গুরুতর আহত একই পরিবারের দুই সদস্য। চাপা পড়া দেওয়াল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।

চন্দ্রকোনা থানার বাঁকা বনমালীপুর গ্রামের মণ্ডল পরিবারে আজ কদিন ধরেই ধানঝাড়া চলছিল। আজ সকালে ধান ঝাড়ার সময় হঠাৎ পাশের বাড়ির পুরানো ইঁটের দেওয়াল তাদের উপর এসে পরলে এই দুর্ঘটনা। দেওয়াল চাপা পড়ে গৌতম মণ্ডল ও লক্ষ্মণ মণ্ডল আহত হয়ে এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭