আগামী জানুয়ারি মাস থেকে প্রত্যেককেই নতুন হেলমেট কিনতে হবে। ১৫ জানুয়ারি থেকে ওই নতুন নিয়ম চালু হবে। প্রত্যেকটি হেলমেট আইএসআই অনুমোদিত হতে হবে। হেলমেটের ওজন সর্বাধিক হতে পারে এক কেজি ২০০ গ্রাম। আইএসআই মার্ক ছাড়া কোনও হেলমেট বিক্রি হলে দোকানদারের ওপরেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












