দাসপুর পুলিশের তৎপরতায় ভিন রাজ্যের নিখোঁজ যুবককে ফিরে পেলেন পরিবার

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভিন রাজ্যের বাসিন্দা নিজের নিখোঁজ ভাইপোকে খুঁজে পেলেন দাসপুর পুলিশের সহযোগিতায়।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দীর্ঘ একমাস ধরে নিখোঁজ ছিলেন বিহারের বখরি থানার সকরপুরার বছর ৩৬ এর সঞ্জীব মাহাতো। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু কোনও সন্ধান পাননি। কোনও ভাবে ওই যুবক এসে পৌঁছে ছিলেন এ রাজ্যে। তিনদিন আগে দাসপুর পুলিশ ওই থানার নাড়াজোল থেকে যুবকটিকে উদ্ধার করে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকটির আচরণ অস্বাভাবিক। মানসিক ভারসাম্যহীন। আর সে কারণেই হয়তো কোনওভাবে এই রাজ্যে চলে এসেছিল। যুবকটির সঙ্গে কথা বলে তাঁর ঠিকানা সম্বন্ধে কিছুটা আভাস পেয়েই পুলিশ যোগাযোগ করে ওই রাজ্যের বাগুসরাই জেলার বখরি থানার পাশের থানায়। সেখান থেকেই যুবকটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। যুবকের কাকা অরবিন্দ মাহাতো কলকাতায় থাকতেন। তিনিই এসে আজ ৩০ মে দাসপুর থানা থেকে সঞ্জীববাবুকে ফিরিয়ে নিয়ে যান। পুলিশের এই তৎপরতায় খুশি যুবকের পরিবার সহ সারা দাসপুরবাসী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/