এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গ্রামবাসীদের সহযোগিতায় ঘটা করে অনুষ্ঠিত হল সামাট প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Published on: January 6, 2019 । 6:02 AM

প্রিয়াঙ্কা দাস কর্মকার,দাসপুর:৯৯ তম বর্ষে পদার্পণ করল দাসপুর-১ নম্বর ব্লকের সামাট প্রাথমিক বিদ্যালয়। এবার তাদের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবেই মিলল ১০০ বছরের উৎসবের ছোঁয়া।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সামাট গ্রামবাসীর মিলিত প্রচেষ্টায় এবার ৪ ও ৫ জানুয়ারি দুদিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলল। নাচ গান ছবি আঁকা নাটক,ক্যুইজ,ম্যাজিক শো প্রভৃতি মনগ্রাহী অনুষ্ঠান দেখতে ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে সামাটের পাশাপাশি অন্যান্য গ্রামের মানুষও হাজির ছিলেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।