‘অকাল বোধন’ —অদিতি বেরা
শরীর বিলিয়ে স্বপ্নপূরণের ভাবনা, এক্সসেপশনাল বলতেই হয়। এখানে রোজ নিত্যনতুন মানুষ আসে। তাদের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]চোখেমুখে কামনার লালসা, বুকে জ্বলে রক্তমশাল। তারা খুব তৃপ্তি করে ছিড়ে খায় আমার যৌবনের প্রসিদ্ধ মধুরতা। তাদের দেখতে খানিকটা ভয়ংকর নেশাতুর পুরুষ মানুষের মতো; আমি নতজানু হই বাস্তবতার আর্তনাদে; দুঃখ, বেদনা সরিয়ে রেখে হাসতে হাসতে তাদের ক্ষিদে মেটাই দু’চোখের জল আড়াল করে। আর্থিক অনটনের কারণে আমার সমস্ত স্বপ্নগুলো আজ মৃতপ্রায় অবস্থায়। এখান থেকে কিছু টাকা হাতে পাওয়ার পর ভেবেছিলাম এক এক করে স্বপ্নগুলোতে আবার প্রাণের প্রতিষ্ঠা কররো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এই তল্লাটে একবার এলে ফেরা যায় না আর। আমার খুব ইচ্ছে হয়, বিষন্ন মেঘের আঙিনা ছেড়ে কমলা রঙের রােদুরের হাত ধরে পালিয়ে যেতে। আমার এই বেশ্যাপাড়ায় অনন্ত ছিল আমার রেগুলার কাস্টমার, আমার একমাত্র কমফোর্ট জোন। আমার এই উৎকণ্ঠায় ঘেরা চার দেওয়ালের মধ্যেকার ক্ষণিকের সুখও বটে। অবাক হচ্ছেন তো? একজন পতিতার কাছে একজন পুরুষ মানুষ…; ব্যাপারটা। নিছকই হাস্যকর। তবে অনন্ত যখনই আমার কাছে আসতো বাজার থেকে শালপাতায়। মোড়া টাটকা একখানা ফুলের ডালি নিয়ে আসতো। অনন্ত আমার জীবনের প্রথম পুরুষ মানুষ, যে আমার শরীর নয় মন স্পর্শ করেছে। সে জানতে চেয়েছে আমার জীবন কাহিনী, আমার অসম্পূর্ণ সব স্বপ্নের কথা। ও রোজ একটু একটু করে আমার ভিতর থেকে হারিয়ে যাওয়া একজেদী, স্বপ্নপ্রেমী, কন্টোভার্সিয়াল মানুষটাকে জাগিয়ে তুলেছে। সেদিন ছিল ১৩ই আশ্বিন, ঘড়িতে তখন রাত্রি তিনটে বেজে পয়তাল্লিশ মিনিট। অনন্ত। এলো, তবে আজ আর শুধু ফুলের ডালি নয়; হাতে আছে লাল পেড়ে গরদের শাড়ি। বুঝলাম আমার দীর্ঘকালীন বেদনার আক্ষেপভঞ্জনের সময় এসেছে। রাতের আঁধারে অনন্ত হাত ধরে বের করে নিয়ে এলো আমায় পতিতালয়ের কলুষিত কারাগার থেকে। আকাশে বাতাসে তখন শিউলির কলতান, চারিদিকে ঢাকের বাদ্যি, প্রভাতীর ভুবনমোহিনী হাসি একটু একটু করে জাগিয়ে তুলছিল আমার হারিয়ে যাওয়া মেয়েবেলাকে। ট্রেনের হুইসেল, প্ল্যাটফর্মের পরিচিত ভিড়, আমার হাত ধরে ভিড় ঠেলতে ঠেলতে অনন্তর। এগিয়ে যাওয়া; প্রতিটা মুহূর্ত কি ভীষণ রোমাঞ্চকর মনে হচ্ছিল। এর আগে কখনও ওকে প্রশ্ন করা হয়নি। সেদিন প্রথমবার জানতে চাইলাম, ফের যদি মনোবল হারাই? অনন্ত সহাস্যে বলেছিল, সেদিন আবার বোধন হবে, ‘অকালবোধন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










