কবিতা: ‘তোমার আমি’ —(সুমিতা মোদক, বেলিয়াঘাটা; দাসপুর)

আমি হতে পারি তোমার বন্ধু,
আমি হতে পারি তোমার, দুঃখের সাথী!
তোমার প্রতিটি ক্ষেত্রে, আমি হতে পারি সখী,
অন্তরের সমীপে থাকা হৃদয় প্রস্ফুটিত সমব্যাথী!
নদীর স্বচ্ছ জলধারা বলতে চায় অনেক কিছু;
সময়- এর হাত ধরে পর্বতে ঘুরে ঘুরে,
অশ্রু যেন ঝরে তাই অবিরত; যেন জলস্রোত
তটিনী কেন হয় না ক্লান্ত, ফুল বেশ বিলায় সুগন্ধ!
ঝোড়ো বাতাস বয়ে চলে ক’রে মন আপ্লুত :
গগনের ওই দূরে উড়ে চলে কত ডানা মেলা পাখি ।
শুধু তোমার অপেক্ষায় আজও আমি, অপেক্ষারত আঁখি !
লোচনের এক দৃষ্টিতে কবে হবে দেখা
কেশখানি বেশ করে বাঁধবো ,তাতে দেবো পুষ্প গুচ্ছগুলি।
সজ্জিত মুখরিত সুন্দর বেশ; বলে যায় মালী:
ফুলখানি যত্ন করে বড় করল তাই,
প্রজাপতি উড়ে উড়ে আজও আসে, লাল নীলাবেশে,
অপেক্ষারত আজও আমি ! গোলাপীর ও বেশে এখানেতে বসে!
হবে জানি একদিন আমাদেরও দেখা !
তখন হয়তো থাকবো না আমি ! তবুও রইব চিরদিনই মনের সমীপে হবে যেন কথা।।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!