বিবেকানন্দের বাণী পাঠ প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম হল ঘাটালের অনল

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্বামী বিবেকানন্দের বাণী পাঠ প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম হল ঘাটালের এক কিশোর। কিশোরের নাম অনল চক্রবর্তী। বাড়ি ঘাটাল ব্লকের লছিপুরে। অনল বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্র। স্বামী বিবেকানন্দের শিকাগো মহাসম্মেলনে বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তি উদযাপন কমিটি এবং কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় এবং দর্শন বিভাগ, শিলিগুড়ি কলেজের তত্ত্বাবধানে একটি অনলাইন বাণী পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর ছিল স্বামী বিবেকানন্দের ১৫৯ তম

জন্মবার্ষিকী, আর সেই উপলক্ষে কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলের নাম পাঠানো হয় সেই প্রতিযোগিতার জন্য। অনলাইনের মাধ্যমেই বিশিষ্ট ব্যক্তিদের সামনে বিবেকানন্দের রচিত ও কথিত বাণী পাঠ করে শোনাতে হয়েছিল। সারা রাজ্য থেকে মোট ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই বাণীপাঠ প্রতিযোগিতায়। সমস্ত প্রতিযোগীদের

পেছনে ফেলে রাজ্যস্তর থেকে প্রথম স্থান অধিকার করে। জানা গিয়েছে, বাণী পাঠ প্রতিযোগিতা ছাড়াও সঙ্গীত, নৃত্য ও প্রকৃতির সুরক্ষায় বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতাও ছিল। সমস্ত প্রতিযোগিতাগুলি অনলাইনের মাধ্যমে করা হলেও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সামনে থেকেই।
অনলের বাবা সোমেশ চক্রবর্তী বলেন, আমাদের পরিবারে রামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দকে নিয়ে বরাবরই একটা চর্চা রয়েছে। সে সংক্রান্ত বহু বই রয়েছে বাড়িতে। ছোট থেকেই অনল সেই সমস্ত দেখে এবং বই পড়ে চর্চা শুরু করে। তাই সেই চর্চা যাতে আরও ভালোভাবে করতে পারে সেজন্য লছিপুর বীণাপানি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণি পাশ করার পর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ভর্তি করা হয়। এর আগেও অষ্টম ও নবম শ্রেণিতে যখন পড়তো তখন জেলা থেকে প্রথম হয় বিতর্ক সভায় অংশ নিতে রাজ্যস্তরে গিয়েছিল। ছেলের সাফল্যে মা-বাবার পাশাপাশি খুশি মহকুমাবাসীও।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015