চন্দ্রকোণায় নজরুল স্মরণে অনুষ্ঠানের আয়োজন করল নজরুল স্মৃতি সংঘ

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর নজরুল স্মরণ করল চন্দ্রকোণা থানার হাটপুকুর নজরুল স্মৃতি সংঘ। আজ ২৫ অক্টোবর হাটপুকুর নজরুল স্মৃতি সংঘ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপরই পর্যায়ক্রমে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, রক্তদান শিবির, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং রাতে কাওয়ালির অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল স্মৃতি সংঘের সম্পাদক শেখ আহমেদ উল্লা এবং সভাপতি খলিলুর রহমান বলেন, আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-১ বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, জয়েন্ট বিডিও দেবাশিস গায়েন, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আশিস হুদাইত, চন্দ্রকোণা থানার ওসি রবি স্বর্ণকার প্রমুখ।
রক্তদান শিবিরে ২৫ জন মহিলা সহ ৬৪ জন রক্তদান করেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন কঙ্কাবতী গ্রামের রামপ্রসাদ দাস, দ্বিতীয় স্থান লাভ করেছেন হাটপুকুরের শেখ চাঁদবাবু এবং তৃতীয় স্থান লাভ করেছেন কঙ্কাবতীর মন্টু চৌধুরী। অন্যদিকে সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন মাধবপুরের আগমনী মণ্ডল, দ্বিতীয় স্থান লাভ করেছেন বহড়ার কুহেলি পাল এবং তৃতীয় স্থান লাভ করেছেন মাধবপুরের মৈত্রী চক্রবর্তী।
আজকের এই অনুষ্ঠানে হাটপুকুর ছাড়াও পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015