এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কৃষ্ণনগরে পথ দুর্ঘটনার কবলে মারুতি

Published on: July 27, 2020 । 10:03 PM

ভর সন্ধ্যেতে পথ দুর্ঘটনা জেলার দাসপুর থানার সরবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণনগর এলাকায়। দুর্ঘটনার কবলে এক মারুত,আহত চালক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সোমবার সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ চালক নিয়ন্ত্রণ হারিয়ে গদাইপুর লাগোয়া কৃষ্ণনগরে রাস্তার ধারের এক গাছে ধাক্কা দেয়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা চালককে গাড়ি থেকে উদ্ধার করে। চালকের চোট তেমন গুরুতর নয়।
ছবি ও তথ্য-সেক নেকবর আলি

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭