উস্থির আয়োজনে পশ্চিম মেদিনীপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

শুধুই নিজেদের বেতন কাঠামো নিয়ে পথে নেই রাজ্যের অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই তাঁদের এই সংগঠন দেশ ও রাজ্যের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সে কেরালার বন্যাই হোক বা ফনি, বুলবুলের মতো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগই হোক। আজ মঙ্গলবারের সকাল থেকেই উস্থির পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা জেলার পিড়াকাটায় পিড়াকাটা প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। সেই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষিক শিক্ষিকা হাজির হন।

উস্থির প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষে অভিজিৎ সাহা,অরুণ নায়েক, রবীন্দ্র প্রামাণিকরা জানান,আজ তাঁদের উদ্যোগে এই রক্তদান শিবিরে মোট ৫৬ জন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছায় রক্তদান করেন,যাদের মধ্যে ৪জন শিক্ষিকাও স্বেচ্ছায় রক্তদান করেছেন।

পশ্চিম মেদিনীপুর জেলায় উস্থির শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উস্তির রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!