চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফিরিয়ে দিল দাসপুর পুলিশ, খুশি বাইকের মালিক

সন্তু বেরা ও শ্রীকান্ত ভুঁইঞা, স্থানীয় সংবাদ: প্রায় দেড় বছর আগে বাড়ি থেকে বাইক চুরি হয়েছিল দাসপুর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা অরূপ মণ্ডলের।ওই চুরির কথা জানিয়ে দাসপুর থানায় লিখিতভাবে অভিযোগ করে রেখেছিলেন অরূপবাবু।চুরি যাওয়া সেই বাইক উদ্ধার করে ফিরিয়ে দেয় দাসপুর থানার পুলিশ।চুরি যাওয়া বাইক যে এতদিন পর ফিরে পাবেন ভাবতেই পারেননি অরূপবাবু। তাই চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই যুবক।

পুলিশসূত্রে জানা যায়, দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে দাসপুর থানার চাঁইপাটে সম্প্রতি বাইক চুরির একটি গ্যাং ধরা পড়ে। সেই সূত্র ধরেই উদ্ধার হয় প্রায় চল্লিশটি চুরি যাওয়া বাইক। দাসপুর থানার সাব ইন্সপেক্টর তথা মেজবাবু রাজকুমার দাস জানান, থানায় অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া বাইকের নথি খতিয়ে দেখে বাইকের মালিকের হাতে বাইকটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। দাসপুর পুলিশের এই সাফল্যে খুশি সবাই।ওই ঘটনার পর যাঁদের বাইক চুরি গিয়েছিল তাঁরা অনেকেই দাসপুর থানায় যোগাযোগ করতে শুরু করেছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!