নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমাবাসীদের জন্য সুখবর! পাসপোর্ট করানোর জন্য আর কলকাতায় ছুটে যেতে হবে না। ঘাটাল থেকেই পাসপোর্ট করাতে পারবেন। সেই উদ্দেশ্যেই আজ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ঘাটালে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হল। এসডিও অফিসের পাশে ঘাটাল মুখ্যডাক ঘরে ওই পাসপোর্ট পরিষেবা কেন্দ্রটি চালু হচ্ছে। পাসপোর্ট পরিষেবা কেন্দ্রটির কাউন্টারটি থাকছে ডাকঘরের দোতলায়। ওই ডাকঘর সূত্রে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ঘাটালে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হলেও পূর্ণাঙ্গরূপে কাজ শুরু হতে আরও দিন চারেক সময় লাগতে পারে। আশা করা হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...