আজ ১৯ ডিসেম্বর ২০১৮ দুপুরে এক দল কুকুরের আক্রমণে প্রাণগেল এক হনুমানের। ঘটনাটি ঘটে চন্দ্রকোণা-১ ব্লকের (ক্ষীরপাই) বেটাগ্রামে। বন দপ্তরেরকর্মী মলয় ঘোষ বলেন, এদিন দুপুরে এই হনুমানটি পুড়শুড়ি থেকে মাঠে মাঠে বেটাগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় একটি কুকুদের দল হনুমানটিকে ঘিরেধরে ধারাবাহিকভাবে আক্রমণ করে। হনুমানের শরীরটি কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। স্থানীয়বাসিন্দারা ঘটনাটি দেখে লাঠিতাড়া নিয়ে ছুটে গিয়ে হনুমানটিকে যখন উদ্ধার করেন। কিন্তুতার আগেই হনুমানটি মারা যায়।
এই মুহূর্তে
দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির মর্মান্তিক পরিণতি
বাবলু মান্না, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: দুর্ঘটনায় আহত ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার তাজপুর এলাকায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি...