নিজস্ব সংবাদদাতা: আজ ১৫ জুলাই সকালে ঘাটাল থানার পান্না হরিদাসপুরের একটি পুকুর থেকে একটি ‘পিস্তল’ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য পাম্পে করে জল তুলে ফেলার কাজ চলছিল। তখনই পুকুরের মধ্য থেকে পিস্তলটি পাওয়া যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘাটাল থানার পুলিশ গিয়ে ‘পিস্তলটিকে’ উদ্ধার করে। তবে সত্যিই ওটা আগ্নেয়াস্ত্র কিনা তানিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ওটা আগ্নেয়াস্ত্র কিনা তা নিয়ে পুলিশ এখনও সুনিশ্চিত নয়। পরীক্ষা চলছে। •ছবি পাঠিয়েছেন: স্বরূপ হাইত।
এই মুহূর্তে
‘এই সময় যদি ভোটে দাঁড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বসু’ —শ্রীকান্ত পাত্র
‘এই সময় যদি ভোটে দাঁড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বসু’ —শ্রীকান্ত পাত্র, বিশিষ্ট সাংবাদিক
এই সময় যদি ভোটে দাঁড়াতেন রবীন্দ্রনাথের দেশনায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ? এক...