নিজস্ব সংবাদদাতা: ঘাটালে পুলিশ জনতার খণ্ডযুদ্ধ। ১১ মার্চ রাতে (২০১৯) উত্তপ্ত হল পান্না জনপদ। ওই ঘটনায় আটক বহু। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ অন্যায় ভাবে মহিলাদের ওপর লাঠি চালিয়েছে। বেশ কয়েকটি মোবাইল কাড়িয়ে নিয়েছে। ঘটনার সূত্রপাত, শীতলাপুজোর ডিজে বাজানো কেন্দ্র করে। স্হানীয় বাসিন্দা সুহৃদ চক্রবর্তী ও শৈলেন আদকের অভিযোগ, রাজনৈতিক ভাবে পুলিশকে প্রভাবিত করে এলাকার একটি ডিজে সেট বন্ধ করতে এসেছিল পুলিশ। ডিজের মালিককেও পুলিশ জিপে তুলে নিলে, তখনই স্থানীয় বাসিন্দারা পান্না ব্রীজে আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি আটকে দেয়। তারপরই এলাকা আরও উত্তপ্ত হতে শুরু করে। রাতেই আরও পুলিশ এসে গ্রামবাসীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। বর্তমানে পান্না এলাকা উত্তপ্ত।
এই মুহূর্তে
বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
শ্রীকান্ত ভুঁইয়া, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের যুবকের।
ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর বুধবার রাত ১০ টা...