২৪ ডিসেম্বর দুপুরে চন্দ্রকোণা থানার ইস নগরে একটি বালিখাদানের কর্মীরা মহিলাদের কটূক্তি করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। উত্তেজনার জেরে একটি বাইক ও ফ্রিজ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দ্রকোণা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিলাবতী নদীর ধারে একটি বালি খাদান রয়েছে। সেই বালি খাদানের কর্মীরা শিলাবতী নদীতে যে সমস্ত এলাকার মহিলারা স্নান করতে যান তাঁদেরকে দেখে প্রায়ই কটূক্তি করে। আজও করে ছিল। সেই নিয়েই এদিন গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










