শনিবার স্কুল ছুটির পরে জঙ্গি হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় ও শহীদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে শোক মিছিল করলো ছাত্রছাত্রীরা৷ আজ, ১৬ ফেব্রুয়ারি দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে মিছিল শুরু করে প্রায় ২ কিলোমিটার পথ ব্যানার ও মোমবাতি হাতে শোক মিছিলে অংশনেয়৷ পড়ুয়াদের সাথে পা মেলান স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও৷ স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীদের দেশের প্রতি আবেগ ও জওয়ানদের প্রতি ভালবাসাই তাঁদের পথে নেমে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে উদ্বুদ্ধ করেছে৷ আমরা বিদ্যালয়ের তরফে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি৷
এই মুহূর্তে
দাসপুরে কাঁসাই বক্ষ থেকে উঠে এলো মা মনসার মূর্তি
সৌমেন মিশ্র ও ইন্দ্রজিৎ মিশ্র: আজ রবিবারের সকাল থেকেই চাঞ্চল্য দাসপুর থানার কোল্মীজোড় ব্রিজ সংলগ্ন কোল্মীজোড় ও কুঞ্জপুর এলাকায়। কাঁসাই নদীতে জ্বালানি সংগ্রহ করতে...