•দাসপুরে রাজনৈতিক খুন? না দুর্ঘটনা? নাকি অন্য ভাবে মৃত্যু? দাসপুরের কল্মীজোড়ের নদী থেকে আজ ৩ জুন সকালে এই মৃত দেহটি উদ্ধাদের পর এরকমই জল্পনা শুরু হয়েছে। আজ সকালে দাসপুর থানার কোল্মীজোড়ে কংসাবতী নদীতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে আসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ ভোরের দিকে ওই মৃতদেহটিকে ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা দাসপুর পুলিসে খবর দিলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে। কিন্তু স্থানীয়রা মৃতদেহটি সনাক্ত করতে পারেন নি। মৃতদেহটিতে প্রাথমিকভাবে তেমন কোনও আঘাতের চিহ্ন নাই , ৫০ এর আসেপাশে বয়স হতে পারে। কী কারণে প্রৌঢ়ের মৃতদেহটি এল তা নিয়েই এলাকায় জল্পনা চলছে। দাসপুর থানার পুলিস জানিয়েছে, মৃত দেহের ময়না তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে মৃত দেহের ছবিটি বিভিন্ন থানায় মেসেজ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...