পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১৭টি থানার ওসি বদলির সাথেসাথে ঘাটাল মহকুমার দুটিথানাও ওসি বদলি হলেন। দাসপুর থানার নতুন ওসিহয়ে আসছেন পিংলা থানা থেকে প্রণব সেনাপতি। প্রণববাবু কয়েক বছর আগে দাসপুর থানারই ওসিছিলেন। সেই সঙ্গে চন্দ্রকোণায় আসছেন প্রশান্তকুমার পাঠক। প্রশান্তবাবু গড়বেতা থানারওসি ছিলেন। অন্যদিকে দাসপুর থানার ওসি সুব্রত বিশ্বাস যাচ্ছেন ডেবরা থানার ওসি হয়ে।আর কেশপুর থানার ওসি হয়ে যাচ্ছেন চন্দ্রকোণাথানার বর্তমান ওসি সুদীপ ঘোষাল। তবে ঘাটাল থানার ওসি আপাতত বদল হচ্ছে না। বর্তমান ওসি দেবাংশু ভৌমিকই থাকছেন।
এই মুহূর্তে
দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির মর্মান্তিক পরিণতি
বাবলু মান্না, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: দুর্ঘটনায় আহত ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার তাজপুর এলাকায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি...