ঘাটাল-পাঁশকুড়া সড়কের সুলতাননগরে হাওড়া গামী একটি যাত্রীবাহি বাস উল্টে গেলো৷ আজ বেলা ৩ টা ৪০ নাগাদ অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনাটি ঘটে৷ স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে তাঁদের বিপদমুক্ত করেন৷ ওই ঘটনায় বেশ কিছুক্ষন যানবাহন চলাচল বিঘ্নিত হয়৷ ঘটনায় জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...