নিজস্ব সংবাদদাতা: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী। আজ ৯ জুলাই সকালে ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডে হরিজন পল্লি সংলগ্ন শিলাবতী নদীর ঘাটে ওই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরীর নাম পূজা নায়েক(১৫)। খড়্গপুর শহরে বাড়ি। সে এদিন হরিজন পল্লিতে এক আত্মীয় বাড়িতে শীতলা পুজো দেখতে এসেছিল। সকালে একাই স্নান করার জন্য আত্মীয় বাড়ি সংলগ্ন শিলাবতী নদীতে স্নান করতে নামে। পুলিস জানায়, পূজা সাঁতার জানত না। তাই নদীতে স্নান করতে নেমে অসাবধানতা বশত তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করতে পারেননি। নৌকার মাঝিরা বেশ কিছুক্ষণ তল্লাশির পর তাকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মুহূর্তে
ঘাটালে লটারির নাম্বার জালিয়াতি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লো এক...
আকাশ দোলই, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: লটারির টিকিটে(Lottery ticket) নাম্বার কারচুপি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল এই ব্যক্তি। ঘাটাল কলেজ মোড়ে(Ghatal college more)...