ঘাটাল মহকুমায় বিনা খরচে যোগ প্রশিক্ষণ দিয়ে চলেছেন এক যুবক

রবীন্দ্র কর্মকার: ‘রোগ সারাতে যোগ’—এই মোটোকে সামনে রেখে বিনামূল্যে যোগ ব্যায়াম শিখিয়ে মানুষকে সুস্থ রাখার লক্ষ্য নিয়ে কোমর বেঁধে নেমেছে ঘাটালের রামধনু যোগা ও জিমন্যাস্টিক প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি দাসপুরের বেনাইতে এই বিনামূল্যে যোগ প্রশিক্ষণ শিবিরটিতে ওই এলাকার প্রচুর মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নেন। কারও কোমরের ব্যাথা, কারও বা ঘাড়ের ব্যাথা সহ শরীরের যে কোনও অংশের ব্যাথা বা বাতের যন্ত্রণা সারাতে যোগ ব্যায়াম কার্যকরী ভূমিকা নেবে বলে দাবি রাখেন ওই সংস্থার কর্ণধার বাপন মান্না। যোগ ব্যায়ামের উপকারিতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় শিবিরে। বাপনবাবু জানান, তারা এইরকম বিনামূল্যে যোগ প্রশিক্ষণ শিবির বিভিন্ন স্কুলে, কলেজে, ক্লাবে বা যে কোনও সংস্থার অনুষ্ঠানে করাতে চায়। আগ্রহীরা তাদের সংস্থার সঙ্গে এব্যাপারে যোগাযোগ করতে পারেন। সংস্থার ফোন নাম্বার-৮১৪৫৬৫৩৪৯৯

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!