দাসপুরের সুলতাননগর প্রাথমিক স্কুলে পড়ুয়াদের সাংবাদিকতার পাঠ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকা

রবীন্দ্র কর্মকার: খুদে স্কুল পড়ুয়ারাই এখন সাংবাদিক। পঠন পাঠনের সাথে সাথে দাসপুরের সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা প্রতিদিন মহানন্দে সংবাদ পাঠ করছে। এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গতানুগতিকতার বাইরের এমনই মজাদার প্রয়াসে খুবই খুশি এই খুদে পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। আর এই সংবাদ পাঠে উৎসাহ দিতে শিক্ষকরা পড়ুয়াদের প্রতিদিন স্থানীয় বা জাতীয়, আন্তর্জাতিক যে কোনও খবর লিখে প্রার্থনার সময় তা নিয়মিত পাঠ করাচ্ছেন। শুধু তাই নয়, আজ ১৬ জুলাই স্কুলের দেওয়ালে লাগানো হল স্কুলেরই নানান খবরের কোলাজ। নাম দেওয়া হয়েছে ‘আমাদের খবর’। যার খবর সুন্দর হবে সেটি স্থান পাবে ওই কোলাজের মধ্যে। এটি উদ্বোধন করতে আমন্ত্রণ করা হয়েছিল সত্যিকারের সাংবাদিকদের। খুব কাছ থেকে সাংবাদিকদের দেখে ও তাদের কথা আগ্রহের সাথে ছাত্র ছাত্রীরা শোনে।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি অনুমোদন পায় ১৯৬৭ সালে। বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ১৩১। গতানুগতিক পঠন পাঠনের বাইরে বেরিয়ে কিছু নতুন করার প্রয়াস বরাবরই দেখিয়েছে স্কুলটি। ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে উৎসাহী করতে স্কুলের শিক্ষকরা বরাবরই আগ্রহী। তাই এই স্কুলের পড়ুয়া সংখ্যা প্রতিবছরই প্রায় দেড়শোর কাছাকাছি থাকে। প্রত্যেক ছাত্রছাত্রীকে শেখানো হয় নিয়ম শৃঙ্খলা। সাথে শেখানো হয় অতিরিক্ত নতুন কিছু। যার উদাহরণ হিসেবে আজকের এই সংবাদ পাঠের ব্যাপারটিকে বলা যেতে পারে। আর এই সব কারণের জন্যই ঘাটাল মহকুমায় হাতে গোণা প্রথম শ্রেণীর কয়েকটি স্কুলের এই সুলতাননগর স্কুলটিও পড়ে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!