দাসপুর: ভিন্ন স্বাদের কবি প্রণামে মাতলেন এলাকাবাসী

শ্রীকান্ত ভুঁইঞা: রবীন্দ্রজয়ন্তী যে উৎসবের চেহারা নেয় তা দাসপুরের জগন্নাথপুর না গেলে বোঝাই যাবে না। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন মানেই দাসপুর জগন্নাথপুরের মাইতি পাড়ায় থাকে এক অন‍্যরকম উন্মাদনা। পাড়ার কচিকাঁচা থেকে শুরু করে, সারা বছর গৃহকাজে ব্যস্ত থাকা পাড়ার গৃহবধূ এদিন সবার ছুটি। কাজ শুধু নাচ গান আবৃত্তি নাটকের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন পালন। একসাথে খাওয়া,বসা গল্প সবই  এদিন এখানে সত্যিই কাটে রবি ছায়ায়।আর এত সব আয়োজনের নেপথ্যে থাকেন যে মানুষটা তিনি হলেন বাণেশ্বর মাইতি। পেশায় কৃষক,নেশায় সঙ্গীত শিল্পী এই মানুষটির পরম আরাধ‍্য দেবতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সারা বছর ধরে তিনি এলাকার সঙ্গীত প্রেমী কচিকাঁচাদের একেবারে বিনা পারিশ্রমিকেই গান,তবলা শিখিয়ে থাকেন। আর এই ২৫ শে বৈশাখ বানেশ্বরবাবু বছরের পর বছর ধরে এভাবেই পালন করে আসছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!