বৃদ্ধাশ্রমে গিয়ে ঘটা করে স্ত্রীর জন্মদিন পালন করলেন ঘাটালের যুবক

নিজস্ব সংবাদদাতা: উৎসবের দিনে যাঁদের কথা মনেই পড়ে না তাঁদেরকে নিয়েই স্ত্রীর জন্ম দিন পালন করলেন ঘাটাল শহরের এক যুবক।   ঘাটাল শহরের আড়গোড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতনু বিশ্বাসের ওই অভিনব প্রয়াসে অভিভূত অনেকেই।  কারণ, বাড়ির কোনও   অনুষ্ঠানে সকলে ধোপদুরস্ত পোশাকে হাতে বড় বড় উপহার নিয়ে প্রবেশ করা অতিথিদেরই দেখতে পছন্দ করেন  বেশির ভাগ মানুষ। সেক্ষেত্রে অতনুবাবু উৎসবের পুরো পরিবেশটাকেই বৃদ্ধাশ্রমে টেনে নিয়ে এসে বাড়ি ছেড়ে অবহেলায় থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের মাতিয়ে তুললেন।   অতিথিদের কাছ থেকে উপহার নেওয়া তো দূরের কথা অতনুবাবুরাই অতিথিদের হাতেই উপহার তুলে দিলেন। আজ ২৩ জুলাই অতনুবাবুর মিসেস শর্মিষ্ঠা আচার্য বিশ্বাসের জন্মদিন ছিল। সেই জন্ম দিনটি পালনের জন্য তাঁরা বেছে নিয়েছিলেন ঘাটাল কলেজের সামনের বৃদ্ধাশ্রমটিকে। আজ সেখানেই ওই দম্পতি বন্ধু-বান্ধবদের নিয়ে চলে আসেন। বৃদ্ধাশ্রমের ২৫ জন আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে চলে কেক কাটা সহ জন্ম দিনের যাবতীয় অনুষ্ঠান। দুপুরে ছিল কব্জি ডুবিয়ে খাওয়ার ব্যবস্থা। বৃদ্ধাশ্রমের আবাসিকরা এমন অনুভূতির স্বাদ কখনও পাননি। তাঁরা বলেন, দূর থেকে অনুষ্ঠানের কতো কোলাহল শুনতে পাই। আমাদের  ভাগ্যে নেমন্ত্রণ কখনও জোটে না। আজ এভাবে আমাদের সঙ্গে নিয়ে জন্ম দিনের উৎসব করা হবে সেটা কখনই ভাবতে পারিনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!