সবুজের অঙ্গীকার নিয়ে এগিয়ে এল দাসপুরের ইচ্ছেডানা

বিশ্ব উষ্ণায়ণ সাথে সারা বিশ্বব্যাপী তীব্র জলসঙ্কট,বিলুপ্তির পথে মানব সভ্যতা। রক্ষা কবজ এক মাত্র গাছ। আর সেই গাছকেই আমরা ধ্বংস করে সভ্যতায় আধুনিকতার ধ্বজা উড়িয়ে বিলুপ্তির পথে চলেছি।
সময় এসেছে ঘুরে দাঁড়িয়ে পৃথিবীকে তার সবুজ ফিরিয়ে দিয়ে নিজেদের প্রাণ সুরক্ষিত করার। সেই লক্ষ্যে ইতি মধ্যেই এগিয়ে এসেছে নানা স্বেচ্ছাসেবী সংস্থা। গ্রামে গঞ্জে,বিদ্যালয়ে সর্বত্র বিতরন করা হচ্ছে চারা গাছ। অধিক পরিমান বনসৃজনের মাধ্যমেই আমরা পেতে পারি মুক্ত বাতাস,শান্তির মনোরম আবহাওয়া ও পরিমিত বৃষ্টি।

দাসপুর-১ নম্বর ব্লকের এক স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানা হাত বাড়িয়েছে দাসপুর এলাকায় বনসৃজনের অঙ্গীকার নিয়ে। আজ ১৪ জুলাই দাসপুর রাজনগর এলাকার রাজনগর বালিকা বিদ্যালয়ের চারিদিকে চারাগাছ লাগিয়ে বনসৃজনের শুভ সূচনা করল। সংস্থার পক্ষে বিশ্বজিত জানা জানান শুধু গাছ লাগালেই হয় না। ব্যবস্থা করতে হবে সেই চারাগাছ রক্ষনাবেক্ষনেরও। তিনি বলেন আজ আমরা গাছ লাগিয়ে চারা গাছ গুলির রক্ষনাবেক্ষনেরও ব্যবস্থা করলাম। স্কুল কমিটির সদস্য অজয় বেরা বলেন,সত্যিই ইচ্ছে ডানার এই প্রয়াস প্রসংসার দাবি রাখে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!