সাড়ে ৪টার আগে স্কুল থেকে বের হতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা

মনসারাম কর:  কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জেলার সমস্ত স্কুলের পড়াশোনার মান, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ , সর্বোপরি স্কুলের সার্বিক মান উন্নতির জন্য ও বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে মোট ৭২ জন অফিসারকে স্কুলগুলির সাথে যুক্ত করা হয়েছিল।    ২  জুলাই আরও একধাপ এগিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রতিটি জুনিয়র, হাই   এবং মাদ্রাসা স্কুলগুলিকে কড়া ভাবে জানিয়ে দেওয়া হয় যে স্কুলগুলি কোনোভাবেই ৪টা ৩০এর  আগে বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকারা স্কুল ছেড়ে বেরোতে পারবেন না। এমনকী অতিরিক্ত বৃষ্টির দিনগুলিতেও এই নিয়ম চালু থাকবে। এতদিন পর্যন্ত বিশেষ বিশেষ ক্ষেত্রে বা অতিরিক্ত বৃষ্টির দিনগুলিতে ৪টা ৩০ এর আগে  স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষক-শিক্ষিকারা আর বাড়ি যেতে পারবেন না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!