২৯ জুন ঘাটাল মহকুমার বিশেষ কয়েকটি খবরের একঝলক

প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ হাসপাতাল গুলিতে ভিড় জমাচ্ছেন ভ্যাকসিনের জন্য। কিছু মানুষ ভ্যাকসিন পেলেও অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেও কোনও কাজ হয়নি। আজ ২৯ জুন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে মহিলারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের মধ্যে পুরুষের তুলনায় মহিলারাই ছিলেন বেশি। অভিযোগ, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর বিকেল গড়িয়ে গেলেও ভ্যাকসিন পাওয়া যায়নি।  যদিও হাসপাতাল সুপারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভ্যাকসিন রয়েছে কিন্তু তবুও তাঁরা ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ তুলছেন। পরে ঘাটাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। 

দীর্ঘ টালবাহানার পর আদিবাসীদের দাবি মেনে চন্দ্রকোণার ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে আজ ২৯ জুন সাঁওতাল বিদ্রোহের দুই বীর যোদ্ধা সিধু কানুর মর্মর মূর্তি বসানো হল। মূর্তি গুলির আবরণ উন্মোচন করলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক  অরূপ ধাড়া। অরূপবাবু বলেন, আমি আমার সাধ্যমতো আদিবাসী সমাজের কল্যাণে নজর দেবো। আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা বেজায় খুশি হয়েছেন।  

মাঝরাতে প্রেমিকার মান ভাঙাতে সাইকেলে করে দাসপুর থানার কাঁটা দরজা থেকে ঘাটালের কুশপাতায় দেখা করতে এসে ধরা পড়লেন প্রেমিক। সাইকেল রেখে একটি মন্দিরে বিশ্রাম নিচ্ছিলেন প্রেমিক। এই দৃশ্য প্রেমিকার বাবার চোখে পড়তেই সমস্যার সৃষ্টি হল। পুলিশ ডেকে প্রেমিককে তুলে দিলেন পুলিশের হাতে।  

ঘাটাল কলেজের নতুন অধ্যাপক হিসেবে যোগদান করছেন ড. মন্টু দাস। কিন্তু সেই যোগদান করাকে নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। ঘাটাল কলেজে এই মুহূর্তে গভর্নিং বডির প্রেসিডেন্ট পদটি শূন্য। এমনকি ঘাটাল শহরে অনেকেই প্রশ্ন তুলেছেন, কলেজের ‘সুবিধাভোগীরা’ মন্টুবাবুকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন তো?   

ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলে বিক্ষোভ ছাত্রছাত্রী দের। একাদশ-দ্বাদশ ও অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ফি কমানোর দাবি তুলে আজ মঙ্গলবার সকাল থেকে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হল স্কুলের ছাত্রছাত্রীরা। এমনই ঘটনা ঘাটালের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে। তাদের দাবি, বর্তমান করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। এইসময় বিদ্যালয়ের ভর্তির জন্য  সরকারি নির্ধারিত ফিজ নিয়ে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এমনই দাবি তুলে স্কুলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা।

পাঁচ দশক ধরেও মেলেনি জাতিগত শংসাপত্র। কিন্তু সেই শংসাপত্র পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জ উত্তর বাড়ের বাসিন্দা লোধা-শবরদের। ওখানে বসবাসকারী ২৬ টি পরিবারের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে একটি ক্যাম্প  করে নাম নথিভুক্ত করার কাজ করা হল। দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, আজ আমরা দলীয়ভাবে নাম নথিভুক্ত করেছি। আশাকরি কয়েক দিনের মধ্যেই ওরা শংসাপত্র হাতে পেয়ে যাবেন।   

গড়বেতা-২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটালের প্রত্যন্ত গ্রামে গাড়ি ভর্তি ত্রাণ বিরতণ। ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খালিসাকুন্ডু, বালিডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হল। পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন ধরণের জামা ও কাপড়ের ব্যবস্থাও করা হয়েছিল। অগত্যা হাতে ত্রাণ পেয়ে খুশি এলাকার মানুষজনেরা।  

আজ ঘাটাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ও ঘাটাল ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহআলম বাদশার নেতৃত্বে বরদা চৌকান বিডিও অফিস চত্বরের সবজী মার্কেটে পথ চলতি মানুষদের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হল।  

রেড ভলান্টিয়ারদের উদ্যোগে ক্ষীরপাই পৌরসভার অফিস, বাজার-হাট সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলি  স্যানিটাইজ করা হল। সিপিআইএম ক্ষীরপাই এরিয়া কমিটির সদস্য ব্রজনাথ ঘোষ জানান, মানুষের যেকোনো সমস্যায় রেড ভলেন্টিয়ার্সদের ডাকলেই তাঁরা পরিষেবা দিতে পৌঁছে যাবে মানুষের কাছে। ক্ষীরপাই থেকে রিপোর্টে তনুপ ঘোষ।

আজ চন্দ্রকোনা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রকোনা পৌরসভার সাফাইকর্মী ও স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা দেওয়া হল।উপস্থিত ছিলেন, চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া, চন্দ্রকোনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সাঁতরা ও পশ্চিম মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেসের সহ -সভাপতি অতনু দে সহ চন্দ্রকোনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিবৃন্দ।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015