তৃপ্তি পাল কর্মকার: দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র শুভঙ্কর মাইতি রাজ্যে অষ্টম স্থান দখল করেছে। সে ৭০০র মধ্যে ৬৮৫ পেয়েছে। তার প্রাপ্ত নম্বর বাংলা:৯৮, ইংরেজি: ৯৬, গণিত:১০০, জড়বিজ্ঞান: ৯৮, জীবন বিজ্ঞান: ৯৭, ইতিহাস: ৯৬ এবং ভূগোল: ১০০। ডা: সুখেন্দু মাইতি এবং রীতা মণ্ডল মাইতির এক মাত্র সন্তান। সুখেন্দুবাবু কর্মসূত্রে দাসপুর-২ ব্লকের কামালপুর গ্রামপঞ্চায়েতে পোস্টিং রয়েছেন। শুভঙ্করের বাড়ি ডেবরা ব্লকের রহিমপুরে।
এই মুহূর্তে
বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
শ্রীকান্ত ভুঁইয়া, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের যুবকের।
ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর বুধবার রাত ১০ টা...