ক্ষীরপাই পৌর এলাকায় সিধু-কানুর মূর্তির দাবিতে বিক্ষোভ

তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ক্ষীরপাই পৌর এলাকার হালদারদিঘিতে সিধু কানুর মূর্তি বসানোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও  মূর্তি বসাননি পৌর কর্তৃপক্ষ। এমনকি  আদিবাসি সংগঠন জাকাত মাঝি পরগনা মহল কে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে শাসক দল তৃণমূল-কংগ্রেস। পৌরসভার কার্যালয়ে বসে পৌর প্রশাসক তৃনমূল কর্মীরা এই কাজ করছে। এমনই অভিযোগ তুলে গতকাল ১৮ জুন পৌরসভার প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের।   এদিন সকাল ১০ টা থেকে চন্দ্রকোণা ক্ষীরপাই পৌরসভার প্রধান গেটের সামনে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।    তাঁদের দাবি, পৌর কর্তৃপক্ষকে  উত্তর দিতে হবে তা না হলে তাঁরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাবে।   যদিও দীর্ঘক্ষণ ধরে আদিবাসী সংগঠনের অবস্থান বিক্ষোভের ফলে  ব্যাহত হচ্ছে পৌরসভার কাজকর্ম।   ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোণা থানার বিশাল পুলিশবাহিনী।

দীর্ঘ আট ঘন্টার পর অবস্থান বিক্ষোভ উঠল। পৌরসভা থেকে প্রতিশ্রুতি দেওয়া হলো আগামী ৩০ জুনের মধ্যে ক্ষীরপাই হালদার দিঘিতে সিধু কানুর মূর্তি বসবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015