স্কুল যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে ঝলকায় ঘাটাল মেদিনীপুর রাস্তা অবরোধ

নিজস্ব সংবাদদাতা: পিচ রাস্তা থেকে নেমে বেশ কিছুটা যেতে হয় গোটগেড়িয়া শিবশক্তি হাইস্কুল। ওই রাস্তাটি কিছুটা দাসপুর-১ ব্লকের মধ্যে পড়ে আর কিছুটা রয়েছে কেশপুর ব্লকের মধ্যে। ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য স্কুল কর্তৃপক্ষ, প্রশাসনকে বার বার জানানো হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি। গত সপ্তাহে ২ অক্টোবর একই ইস্যু নিয়ে ছাত্রছাত্রীরা দাসপুর-১ ব্লকের চণ্ডীপুরে ঘাটাল-মেদিনীপুর রাস্তার উপর অবরোধ করেছিল। ওই স্কুলের ছাত্র দীপক পুইলা, অক্ষয় দোলই, সুমন মণ্ডল বলে, এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিতে অবরোধ তোলা হয়। কিন্তু এক সপ্তাহ কেটে গেল তবুও কোনও সংস্কারের কাজ শুরু না হওয়ায় এদিন ছাত্রছাত্রীরা ফের অবরোধ শুরু করে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, এদিনের অবরোধে ঘটনাটি শুনেছি। আমি এনিয়ে দুই ব্লকের সঙ্গে কথা বলব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।